লুঝনিকি, ১৭ জুনঃ বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে প্রথম ম্যাচেই ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের প্রথম অঘটন ঘটাল মেক্সিকো। ম্যাচের ৩৫ মিনিটে হিরভিং লোজানোর দারুণ গোলে এগিয়ে যায় মেক্সিকো। এদিন ম্যাচে গতি ও কাউন্টার এটাক দিয়ে জার্মানিকে দিশেহারা করে ফেলে মেক্সিকো। ৩৯ মিনিটে ম্যাচে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল জার্মানি কিন্তু টনি ক্রুসের শট বারে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধে খেলায় গতি আনার জন্য খেদেইরার বদলি হিসেবে রয়েসকে নামান কোচ।এরপর একের পর এক চেষ্টা করেও গোলের দরজা খুলতে পারেনি জার্মানি।
- Advertisement -