ডিজিটাল ডেস্ক : মুখে ব্রণর দাগ এবং জেদি পিম্পল দেখা দিলে তা সহজে মিটতে চায় না। সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি আপনার আত্মবিশ্বাস কমাতেও কাজ করে। ১৪ থেকে ৩০ বছর বয়সের মধ্যে সাধারণত অনেকেই ব্রণের সমস্যাতে ভোগেন। কারও কারও ক্ষেত্রে অতিরিক্ত ব্রণর জন্য দায়ী জেনেটিক্স। তেমন সমস্যা হলে কিন্তু সঠিক চিকিৎসা প্রয়োজন। আর না হলে ট্রাই করে দেখতে পারেন কয়েকটি ঘরোয়া সমাধান।
১) লেবুর রস:-
লেবুর মতো সাইট্রাস ফলের মধ্যে সাইট্রিক অ্যাসিড প্রচুর পরিমাণে পাওয়া যায়। সাইট্রিক অ্যাসিড জ্বালা কমাতে, দাগ দূর করতে এবং ত্বকের বলিরেখা দূর করতে অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। লেবুর রস মেলানিন উৎপাদনে বাধা দিয়ে ত্বকের রং উন্নত করতেও সাহায্য করে।
২) বরফ ব্যবহার করুন:-
লাল, ফুলে থাকা ব্রণর হাত থেকে রেহাই পাওয়ার সহজ পথ বরফ। পরিষ্কার কাপড়ে মুড়ে এক টুকরো বরফ মিনিট তিনেকের জন্য লাগিয়ে রাখুন ব্রণর উপরে। বরফের তাপমাত্রা ত্বকের নিচের লালচেভাব, ফোলাভাবও কমিয়ে দেয়। দিনে দু’ বার বরফের টুকরো ব্যবহার করলেই উপকার পাবেন।
৩) গ্রিন টি:-
গ্রিন টিতে প্রচুর অ্যান্টি অক্সিড্যান্ট থাকে, ব্রণর উপরে তা ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। তা সিবাম উৎপাদন ও ত্বকের প্রদাহ দুই-ই কমাতে পারে। গ্রিন টি তৈরি করে নিয়ে ঠান্ডা করে নিন। তার পর একটা স্প্রে বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। প্রয়োজনমতো মুখে স্প্রে করে নিতে হবে। ব্যবহৃত চা পাতা ফেলে না দিয়ে মিক্সিতে মধু দিয়ে ব্লেন্ড করে মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারেন।
৪) অ্যালোভেরা জেল:-
অ্যালোভেরা জেল দাগ দূর করতে ম্যাজিকের মতো কাজ করে। রাতে এই জেলটি লাগিয়ে ঘুমিয়ে নিন এবং সকালে মুখ ধুয়ে ফেলুন। ফলাফল সকালেই দেখতে পারবেন।
৫) তুলসী পাতা:-
এক চামচ তুলসী পাতার গুড়ো, এক চা চামচ নিম পাতার গুড়ো এবং এক চা চামচ হলুদের গুড়ো মিশিয়ে নিন। সঙ্গে একটু মুলতানি মাটির গুড়ো দিন। একটি পেস্ট তৈরি করুন এবং সপ্তাহে দুবার মুখে লাগান। মুখ নরম ও পরিষ্কার হবে।