কলকাতা: ঘেরাও তুলে নিলেন কলকাতা (Kolkata) মেডিকেল কলেজের আন্দোলনরত পড়ুয়ারা। মঙ্গলবার গভীর রাতে তাঁরা ঘেরাও তুলে নেন বলে খবর। সোমবার দুপুর থেকে কলেজের অধ্যক্ষ সহ বিভিন্ন বিভাগের প্রধানকে আটক করে রেখেছিলেন পড়ুয়ারা। গতকাল বিকেলে নার্সিং সুপার ও ৩ শিক্ষিকাকে ছেড়ে দিলেও বাকিদের প্রশাসনিক ব্লকে আটকে রেখেছিলেন তাঁরা। প্রায় ৩৪ ঘণ্টা পর মঙ্গলবার গভীর রাতে ওই ব্লকের গেট খুলে দেওয়া হয়। মেডিকেলের অধ্যক্ষ সহ বাকিদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এখনও অনড় আন্দোলনকারীরা। দাবি না মানা হলে বুধবার দুপুর ২টো থেকে আমরণ অনশনের হুমকি দিয়েছেন তাঁরা। যার ফলে এদিনও পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা মেডিকেলে।
আরও পড়ুন : রাতের অন্ধকারে তৃণমূল নেতার ফাঁকা বাড়িতে বিস্ফোরণ, এলাকায় তীব্র চাঞ্চল্য