চোপড়া: গম ঝাড়াইয়ের মেশিনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ১২ বছরের এক নাবালিকার। ঘটনাটি ঘটেছে চোপড়া থানার গোন্দুগছ গ্রামে। মৃত নাবালিকার নাম রোকেয়া পারভিন। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গোন্দুগছ এলাকায় মাঠে মেশিনের সাহায্যে গম ঝারাইয়ের সময় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় রোকেয়াকে দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য আতিরুল ইসলাম জানান, এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে আনা হয়েছে। চোপড়া থানার পুলিশ সূত্রে খবর, দেহটি ময়নাতদন্তের জন্য এদিন ইসলামপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
- Advertisement -