বর্ধমান: আলিঙ্গন করে চুম্বন, এরপরই প্রেমিককে লক্ষ্য করে গুলি চালায় নাবালিকা প্রেমিকা। তবে, বরাত জোড়ে এ যাত্রায় প্রাণে বাঁচে প্রেমিক লালচাঁদ শেখ। এরপরই প্রেমিকার বিরুদ্ধে কাটোয়া থানায় অভিযোগ জানান তিনি। প্রেমিকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মোবাইল নেটওয়ার্কের সূত্র ধরে প্রেমিকাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশি জেরায় গুলি চালানোর কথা স্বীকার করতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে বর্ধমানের জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হয়। তবে, সে কোথা থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ পেল তা জানা যায়নি। সেক্ষেত্রে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া থানা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, বছর ২২ এর লালচাঁদ শেখের বাড়ি কাটোয়ার কেশিয়া মাঠপাড়ায়। তিনি পেশায় রংমিস্ত্রী। তাঁর প্রেমিকার বাড়ি পাশের গ্রামেই। বছর চারেক দু’জনের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। উভয়ের পরিবারের সদস্যরা বিষয়টি জানতেন। জানা গিয়েছে, মাস কয়েক আগে লালচাঁদ শেখের প্রেমিকা কর্মসূত্রে ঝাড়খণ্ডে পাড়ি দেয়। ফোন মাধ্যমে তাঁদের যোগাযোগ থাকলেও সম্প্রতি দূরত্ব বাড়তে থাকে। এরইমাঝে গত মঙ্গলবার ঝাড়খণ্ড থেকে গ্রামের বাড়িতে ফেরে লালচাঁদের প্রেমিকা। পরবর্তীতে বুধবার সন্ধ্যায় স্থনীয় সার্কাস পাড়ায় দুজনে দেখা করে। তখনই ঘটে বিপত্তি। লালচাঁদের দাবি, গুলি পেট ঘেঁসে বেরিয়ে যাওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial
মালদায় স্কুল পড়ুয়াদের নিয়ে উলটে গেল বাস
মালদা: স্কুল পড়ুয়াদের নিয়ে উলটে গেল বাস। ঘটনায় ১৫ জন পড়ুয়া আহত হয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে মালদার (Malda) ইংরেজবাজার এলাকায়।...
Read more