ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে আবারও চাঞ্চল্যকর ঘটনা। বাজরার ক্ষেতে মিলল ১৭ বছরের কিশোরীর নগ্ন মৃতদেহ। পুলিশি সূত্রে জানা গিয়েছে, সোমবার উত্তরপ্রদেশের (Uttarpradesh) আউরিয়া এলাকায় দিবিয়াপুরের একটি বাজরার ক্ষেত থেকে এই মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত কিশোরীর পরিবারের অভিযোগ, কিশোরীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। মেয়েটির পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানিয়েছেন, সকালে প্রাতঃকৃত করার জন্য সে বাড়ি থেকে বেরোয়। কিন্তু অনেকক্ষণ পরেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোক তাঁকে খুঁজতে শুরু করে। এবং তারপর বাজরার ক্ষেতে নিখোঁজ কিশোরীর মৃতদেহ মেলে। ইতিমধ্যেই আউরিয়া থানার পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছেছেন ফরেনসিক দল সহ। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। অন্যদিকে ঘটনায় লেগেছে রাজনৈতিক রঙ। কংগ্রেসের তরফ থেকে একটি ভিডিও টুইট করা হয়। যেখানে দেখা যায়, পুলিশ কিশোরীর মৃতদেহ নিয়ে এগোচ্ছে এবং পেছনে আরও এক মহিলাকে দেখা যায়। কংগ্রেসের দাবি, পুলিশ তড়িঘড়ি মামলা চাপা দেওয়ার জন্য দেহ সরিয়ে দিচ্ছে। পুলিশের তরফ থেকে অবশ্য বলা হয়েছে, ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত। দেহ সরিয়ে দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। স্বাভাবিকভাবেই এই মৃত্যু নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ব্যাপক চর্চা। মৃত্যুর আসল কারণ জানার জন্য বাড়ছে কৌতুহল।
মুর্শিদাবাদে সন্ধেবেলা চলল গুলি, জখম ১
মুর্শিদাবাদ: গুলিবিদ্ধ হয়ে মুর্শিদাবাদ (Murshidabad) মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক পরিযায়ী শ্রমিক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার...
Read more