কলকাতা: দীর্ঘদিন পর একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন হল। ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর। এদিন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনে মুখ্যমন্ত্রীর অভিযোগ, কোভিড মোকাবিলায় ৪০ শতাংশ দ্বিতীয় ডোজ এখনও পায়নি রাজ্য।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, নতুন বছরে ১৫০ কোটি ভ্যাকসিনেশন লক্ষ্য। দেশে ১৫০ কোটি ভ্যাকসিনেশনের রেকর্ড। এই রেকর্ড দেশের ইচ্ছাশক্তির প্রতীক। আত্মনির্ভরতা ও আত্মশক্তির প্রতীক।
বয়স্ক নাগরিকদের ৯০ শতাংশ পেয়েছেন প্রথম ডোজ। বাংলাকে ১১ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে। ইতিমধ্যে দেড় কোটি ১৫ ঊর্ধ্ব টিকাকরণ সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর নিরাপত্তা ইস্যুতে কেন্দ্র-পঞ্জাব পৃথক তদন্ত কমিটি গঠন
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial