দার্জিলিং: প্রশাসনের অনুমতি ছাড়াই সোমবার থেকে জিটিএ নির্বাচনের বিরোধিতায় রিলে অনশন শুরু করল বিমল গুরুং নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চা (জিজেএম)। এদিন দার্জিলিংয়ের সিংমারীতে জিজেএমের কার্যালয়ে অনশনে বসেছেন মোর্চার পাঁচ সদস্য।
রবিবারই জিজেএমের সভাপতি বিমল গুরুং জানিয়েছেন, প্রশাসন অনুমতি না দিলেও অনশন হবে। বিমল নিজেও কয়েকদিনের মধ্যেই অনশনে বসবেন বলে স্পষ্ট করেছেন। সম্প্রতি রাজ্য সরকার জিটিএ নির্বাচনের তোড়জোর শুরু করতেই মোর্চার তরফে পাহাড় সমস্যার রাজনৈতিক সমাধানের দাবি তোলা হয়। গুরুং নিজেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাহাড় সমস্যার সমাধানে আলোচনা শুরু করার আর্জি জানিয়ে চিঠি লেখেন।
এদিকে, গুরুংয়ের অবস্থানে ক্ষোভ ছড়িয়েছে পাহাড়ের রাজনৈতিক মহলের একাংশে। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা, কার্যত হুঁশিয়ারি দিয়েছেন, পাহাড়কে ফের অশান্ত করার ষড়যন্ত্র করা হলে তাঁরা তা মেনে নেবেন না। দার্জিলিংয়ের নবগঠিত হামরো পার্টির তরফেও জিটিএ নির্বাচনের প্রক্রিয়াকে স্বাগত জানানো হয়েছে। যদিও জিএনএলএফ ও বিজেপির মতো দলগুলি দ্রুত রাজনৈতিক সমাধানের দাবিতে সরব হয়েছে। রাজনৈতিক মহলের অনুমান, রাজ্য সরকার তথা তৃণমূলের সহযোগী দল হয়েও পাহাড়ে জিটিএ নির্বাচনের বিরোধিতা করে গুরুং নিজের পায়ের নীচে হারানো জমি শক্ত করতে চাইছেন। দীর্ঘদিন পৃথক রাজ্যের ধুয়ো তুলে মানুষকে ক্ষেপিয়ে রাজনীতি করার পর এখন ফের জিটিএ মেনে নেওয়া গুরুংয়ের পক্ষে সম্ভব নয়। তাই মুখরক্ষার্থে কিছু বাড়তি গুরুত্ব আদায় করতে চাইছেন বিমল-রোশনরা।
আরও পড়ুন : জিটিএ নির্বাচনের বিরোধিতায় সোমবার থেকেই অনশনে মোর্চা