শিলিগুড়ি, ২২ জুনঃ হিল এরিয়া ডেভেলপমেন্ট কমিটি থেকে পদত্যাগ করলেন মন ঘিসিং সহ জিএনএলএফের বাকি দুই সদস্য। শুক্রবার কার্সিয়াংয়ে এর সভার পরে মন ঘিসিং হিল এরিয়া ডেভেলপমেন্ট কমিটি থেকে পদত্যাগের কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, গত নভেম্বরে পাহাড়ের উন্নয়নের স্বার্থে এই কমিটি গঠন করা হয়েছিল। এখানকার উন্নয়নের স্বার্থেই দায়িত্ব নেওয়া হয়েছিল। কিন্তু আট মাস হয়ে গেলেও আজ পর্যন্ত এই কমিটির কোনো অফিস তৈরি হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রক, দার্জিলিং জেলাশাসক থেকে শুরু করে প্রশাসনের সব মহলে জানানো হলেও কোনো কাজ হয়নি বলে জানান মন ঘিসিং। এর ফলে ক্ষমতা না থাকায় পাহাড়ে রাজনীতি করতে বারবার সমস্যায় পড়তে হচ্ছে। এই অবস্থায় এই কমিটিতে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই বলে মনে করছেন মন ঘিসিং। মন ঘিসিং হিল এরিয়া ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যানের পাশাপাশি প্রতিমন্ত্রীর মর্যাদাও ছেড়ে দিয়েছেন মন ঘিসিং। জিএনএলএফের সাধারণ সম্পাদক মহেন্দ্র ছেত্রী জানিয়েছেন, দলকেও শুদ্ধিকরণের স্বার্থে এদিন দলের কেন্দ্রীয় কমিটি সহ সমস্ত শাখা সংগঠনগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। শীঘ্রই নতুন দলের সমস্ত কমিটি গঠন করা হবে।