কলকাতা: ইতালীয় গান ‘বেলা চাও’-এর সুরে বানানো হল ‘পিসি যাও’। তৃণমূলের স্লোগান মুক্তির পরই বিজেপি তাঁদের এই গান তুলে ধরে সোশ্যাল মিডিয়া। গানটি সহযোগে টুইট করেন বিজেপি নেতা অমিত মালব্য। পাশাপাশি কটাক্ষ করেন রাজ্যের শাসকদল ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে।
For those simply interested in releasing slogans, in true Bangla style, here is a “Slow Gaan”…#BanglaDidirThekeMuktiChay#PishiJao pic.twitter.com/PtBerK411s
— Amit Malviya (@amitmalviya) February 20, 2021
ইতালীয় শব্দ ‘বেলা চাও’ শব্দের অর্থ ‘বিদায় সুন্দরী’। বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই গানটি। সেই গানের সুরেই প্রকাশ হল ‘পিসি যাও’। বেকারত্ব থেকে দুর্নীতি, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সব কিছুই উঠে এসেছে গানের মাধ্যমে। সেই ভিডিও শেয়ার করে অমিত মালব্য লেখেন, সত্যিকারের বাংলা আদলে স্লোগান প্রকাশে আগ্রহী যারা। তাঁদের জন্য এখানে একটি “ধীর গান”। পাশাপাশি লেখেন, বাংলা দিদির থেকে মুক্তি চায়।
উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বামেদের ব্রিগেড উপলক্ষে একটি গান। যা ‘টুম্পা’ গানের সুরে তৈরি হয়েছিল। নেটদুনিয়ায় ভালো সাড়া ফেলেছিল গানটি। এবার মুক্তি পেল ‘পিসি যাও’।