গোয়ালপোখর: অবৈধ সম্পর্কের জের! ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক মহিলার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ইকরচলা কালীবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শংকর রায় (৪৫)। বাড়ি বিহারের কিশনগঞ্জের পশ্চিম পালি এলাকায়।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, পাঞ্জিপাড়া ইকরচলায় হোটেল রয়েছে রিনা নামে ওই মহিলার। অনেকদিন আগেই তাঁর স্বামী মারা গিয়েছেন। অভিযোগ, রিনার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল শংকরের। প্রায়ই রিনার হোটেলে যেতেন তিনি। এই সম্পর্কের কথা জানতে পারেন রিনার পরিবারের লোকেরা। রবিবার রাতে শংকর হোটেলে গেলে রিনার ভাসুরের ছেলেরা তাঁকে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠানো হয়। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন, অবৈধ সম্পর্কের জেরে ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে মহিলার দুই ভাস্তা। ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত দু’জন পলাতক। মৃতের পরিবারের তরফে ওই মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে তাঁকেও গ্রেপ্তার করা হবে বলে তিনি জানান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।