ওয়াশিংটন, ৫ এপ্রিল : করোনার হানায় আগামী সপ্তাহ থেকে আমেরিকায় মৃত্যুমিছিল শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বক্তব্য, প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও ভয়ঙ্কর রূপ নিতে চলেছে এই মহামারী। মার্কিন বিশেষজ্ঞদের মতে করোনায় আমেরিকায় ১ লক্ষ থেকে ২ লক্ষ ৪০ হাজার মানুষের মৃত্যু হতে পারে। ইতিমধ্যেই ১ লক্ষ মৃতদেহ বহনকারী ব্যাগের বরাত দিয়েছে পেন্টাগন। এখনও পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের সংখ্যা আমেরিকায় সেদেশে এখনও পর্যন্ত ৩ লক্ষের বেশি মানুষের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে।
এদিকে, করোনার চিকিৎসায় কার্যকরী ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন নেই আমেরিকার হাতে। তাই ভারত থেকে এই ওষুধ আমদানি করতে চাইছে আমেরিকা। হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আর্জি জানিয়েছেন ট্রাম্প। করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকার ওষুধ রপ্তানির ওপর স্থগিতাদেশ জারি করেছে। ফলে হাইড্রোক্সিক্লোরোকুইন রফতানিও বন্ধ। শনিবার ওষুধ রফতানির উপরে নিষেধাজ্ঞা তোলার আর্জি নিয়ে প্রধানমন্ত্রীকে মোদীকে ফোন করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘আজ ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আমেরিকার চাহিদা মতো হাইড্রোক্সিক্লোরোকুইন রপ্তানি নিয়ে ভাবনা-চিন্তা করছে ভারত। তাঁরা পর্যাপ্ত সংখ্যক এই ওষুধ তৈরি করে। তবে সে দেশের কোটি কোটি দেশবাসীর জন্যও এই ওষুধ প্রয়োজন। তাও যদি আমেরিকার প্রয়োজন মতো ওষুধ ভারত সরবরাহ করে, তা অত্যন্ত প্রশংসাযোগ্য।’ এরপর মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি ফোনে ভারতের প্রধানমন্ত্রীকে জানিয়েছি, প্রয়োজনে আমিও একটা ট্যাবলেট খাব। যদিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।’ তবে ট্রাম্পের সঙ্গে কী কথা হয়েছে তা বিশদে জানাননি মোদি। তিনি টুইটে জানিয়েছেন, করোনা মোকাবিলায় ভারত-আমেরিকা একসঙ্গে লড়বে।