ডিজিটাল ডেস্ক : আমাদের দেশের হামেশাই চুরি-ছিনতাইয়ের কথা শোনা যায়। কিন্তু তাই বলে প্যারিসের (Paris) মতন জায়গায় ছিনতাই? ঠিক এটাই হয়েছে অভিনেতা অনু কাপুরের (Anu Kapoor) সঙ্গে। সম্প্রতি অনু কাপুর ঘুরতে গিয়েছিলেন প্যারিসে। আর বিদেশের মাটিতে তিনি পড়লেন ছিনতাইবাজের কবলে। তাঁর যথাসর্বস্ব ফ্রান্সে গিয়ে চুরি গিয়েছে বলে জানিয়েছেন অভিনেতা নিজে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) তিনি সরব হয়েছেন এবং পুরো ঘটনার বিবরণ দিয়েছেন। তাঁর কি কি চুরি গিয়েছে সেটাও তিনি জানিয়েছেন। একই সাথে অভিনেতা সবাইকে সতর্ক করেছেন, ফ্রান্সে এলে সাবধান থাকার জন্য। কার্যত সব হারিয়ে অভিনেতা এই মুহূর্তে মানসিকভাবে ভেঙে পড়েছেন। এই পরিস্থিতিতে কিভাবে তিনি দেশে ফিরে আসবেন সেটাই ভাবাচ্ছে সবাইকে।
চিতা বাঘের হাতে রাখি পরিয়ে অনন্য ভালবাসার নিদর্শন
ডিজিটাল ডেস্ক : রাখি পূর্ণিমা মানে, ভাই বোনের অটুট বন্ধন। বোন ভাইয়ের হাতে রাখি(rakhi) পড়িয়ে তাঁকে সমস্ত বিপদ আপদ থেকে...
Read more