মাথাভাঙ্গা, ১৫ ফেব্রুয়ারিঃ থাইল্যান্ডে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল স্ট্রেন্থ লিফটিংয়ে স্বর্ণ পদক প্রাপ্তি মাথাভাঙ্গা মহকুমার দুই মেয়ের। মাথাভাঙ্গার চেনাকাটা এলাকার কোয়েলি বর্মন ৪৬ কেজি বিভাগে প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক পান। শীতলখুচি ব্লকের ভাঐরথানা গ্রাম পঞ্চায়েত এলাকার খাদিজা খাতুন ৫৮ কেজি বিভাগে স্বর্ণপদক পান। এছাড়াও মাথাভাঙ্গার শহরের মেয়ে মেঘা শাহানা ৫২ কেজি বিভাগে রুপো পদক পান। জানা গিয়েছে, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
মাথাভাঙ্গা মহকুমার তিন মেয়ে স্বর্ণ ও রুপোর পদক জয়ের খবর আসতেই খুশিতে মেতে উঠেন, তিনজনের পরিবার, আত্মীয় পরিজন সহ মাথাভাঙ্গা মহকুমার ক্রীড়া মহল। মাথাভাঙ্গা মহকুমাশাসক জিতিন যাদব বলেন, ‘যারা থাইল্যান্ডে স্বর্ণ এবং রৌপো পদক জিতেছে তাঁদের অভিনন্দন জানাই । তাঁরা শুধু মাথাভাঙ্গার গর্ব নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের গর্ব’।
শতবর্ষের অনুষ্ঠানে চটুল হিন্দি গান! বিতর্কে হরিশ্চন্দ্রপুরের স্কুল
হরিশ্চন্দ্রপুর: স্কুলের শতবর্ষ পালন অনুষ্ঠানে বসল হিন্দি গানের আসর! আর তাতেই উদ্দাম নাচে মেতে উঠল পড়ুয়ারা। হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল হাইস্কুলের ঘটনা।...
Read more