উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সামান্য কমল সোনার দাম। বৃহস্পতিবার কলকাতায় তিন ধরনের সোনার দামই কমেছে। সোনার পাশাপাশি সস্তা রুপোও। যদিও সোনা এখনও কলকাতায় ৫০ হাজারের উপরেই রয়েছে।
আজ কলকাতায় ২৪ ক্যারট সোনার প্রতি গ্রামে দাম ৫১১৫ টাকা। প্রতি ১০ গ্রামে দাম ৫১১৫০ টাকা। গতকাল এই সোনার প্রতি গ্রামে দাম ছিল ৫১২৫ টাকা। ১০ গ্রামে দাম ছিল ৫১২৫০ টাকা। আজ গ্রাম প্রতি ১০ টাকা এবং ১০ গ্রামে দাম কমেছে ১০০ টাকা। ২২ ক্যারট সোনার প্রতি গ্রামে দাম ৪৯৫০ টাকা। প্রতি ১০ গ্রামে দাম ৪৯৫০০ টাকা। ২২ ক্যারট হলমার্কযুক্ত সোনার দামও ১০০ টাকা কমেছে। গ্রাম প্রতি দাম হয়েছে ৫০২৫ টাকা। ১০ গ্রামে দাম হয়েছে ৫০২৫০ টাকা। সোনার দাম কমলেও বাড়ল রুপোর দর। আজ কলকাতায় কেজি প্রতি রুপোর দাম ৬৮২০০।
আরও পড়ুন : নেতাজীর মৃত্যুদিন ঘোষণা করে দিলেন কলকাতা বইমেলা কর্তৃপক্ষ! তীব্র বিতর্ক