নয়াদিল্লি: কয়েকদিন আগে ফাইজার তাদের কোভিড-১৯ ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে আশার কথা শুনিয়েছিল। তারপরে আরেক মার্কিন সংস্থা মর্ডানা জানিয়েছে, তাদের কোভিড-১৯ ভ্যাকসিনের কার্যকারিতা ৯৪.৫ শতাংশ। ভ্যাকসিন নিয়ে যত আশা বাড়ছে ততই দাম কমছে সোনার। বিশ্বজুড়ে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ বাড়লেও আন্তর্জাতিক অর্থনীতিতে এখন সবথেকে বেশি প্রভাব ফেলছে এই ভ্যাকসিন। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ০.১ শতাংশ কমে ১৮৮৬.১৭ ডলার হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে আরও একদফা আর্থিক প্যাকেজের ঘোষণা হলে সোনার দাম আরও কমতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শুধু সোনা নয়, দাম কমেছে রুপো (প্রতি আউন্স ২৮.৫৮ ডলার, ০.৭ শতাংশ), প্ল্যাটিনাম (৯২১ .৪৯ ডলার, ০.৪ শতাংশ) এবং প্যালাডিয়ামের ( ২৩০৮.১১ ডলার, ১.১ শতাংশ)। ভারতের কমোডিটি এক্সচেঞ্জ এমসিএক্সে সোনার (ডিসেম্বর ফিউচার) দাম ৯টাকা কমে ৫০,৮২১ টাকা হয়েছে।