বুনিয়াদপুর: সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বুনিয়াদপুরে। দোকানের পেছনে জানালার লোহার গ্রিল ভেঙে ঢুকে আলমারি ও শোকেস ভেঙে লক্ষাধিক টাকার সোনা, রুপোর গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বুনিয়াদপুর শহরে ট্রাফিক পয়েন্ট থেকে ঢিলছোড়া দূরত্বে বালুরঘাটগামী ৫১২ জাতীয় সড়কের ধারের সোনার দোকানে এই চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা। জানা গিয়েছে, দোকান মালিক বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সম্পাদক উজ্জ্বল কর্মকার প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান। শুক্রবার সকালে দোকান খুলে দেখেন পেছনের দিকের জানালার গ্রিল এবং দরজা খোলা। আলমারি ও শোকেস লন্ডভন্ড। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বংশীহারি থানার পুলিশ। এছাড়াও বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সহ-সভাপতি মহাদেব কর্মকার ও সহসম্পাদক জয়ন্ত মহন্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। উল্লেখ্য ১০ বছর আগেও ওই সোনার দোকানে ভয়াবহ ডাকাতি হয়। জাতীয় সড়কের দুই প্রান্তে বোমা ফাটিয়ে রাস্তা অবরুদ্ধ করে লক্ষাধিক টাকার গয়না লুট করে দুষ্কৃতীরা। বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির সভাপতি পরিতোষ রায় জানান, এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়ে চলেছে। স্বর্ণ ব্যবসায়ীরা আর্থিকভাবে দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসন যাতে দুষ্কৃতীদের ধরতে পারে এবং খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার হয় সে বিষয়ে সমিতি সবরকম সহযোগিতা করবে।