Online Desk: পর্যটকদের কাছে গ্রিস হল ড্রিম ডেস্টিনেশন। এবার ওমিক্রন আতঙ্কের মধ্যে গ্রিস ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা। অর্থাৎ, বিশেষ এক শ্রেণিকে গ্রিসে প্রবেশের অনুমতি দেওয়া হল। এই তালিকায় রয়েছে ইউরোপীয় ইউনিয়নের নাগরিক ও ভারতীয়রা। কোভিড প্রোটোকল মাথায় রেখে একটি বিবৃতি জারি করেছে গ্লোবাল ভিসা সেন্টার ওয়ার্ল্ড (জিভিসিডব্লিউ)। জানা গিয়েছে, দিল্লি ও মুম্বইয়ের জিভিসিডব্লিউ অ্যাপ্লিকেশন কেন্দ্রগুলিতে সোমবার ও বুধবার কমদিনের থাকার জন্য আবেদন করা যাবে।
মনোরম দৃশ্যের জন্য গ্রিসের জনপ্রিয়তা বিশ্বব্যাপী খ্যাত। গ্রিসের মুগ্ধ করা পরিবেশ কয়েক বছর ধরে আউটডোর শুটিং স্পট হিসেবেও চিহ্নিত। এদিকে ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্যিক উড়ানের ওপর বিধিনিষেধ আরোপ করেছে ভারত সরকার।