নয়াদিল্লি, ১১ নভেম্বরঃ অনুসূয়া সারাভাই, যিনি ভারতে নারী শ্রমিক আন্দোলনের পথ প্রদর্শক। শুধু তাই নয়। আহমেদাবাদে টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা। সেই অনুসূয়া সারাভাইয়েরই জন্মদিনে তাঁকে সম্মান জানালো গুগল।
আজ ১১নভেম্বর। ১৮৮৫সালে এই দিনেই আহমেদাবাদে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ছোট থেকেই সুখেই জীবনযাপন করলেও হঠাত্ই ঘটে ছন্দপতন। বাবা মা মারা যায় তাঁর। এরপর দাদা এবং বোনকে নিয়ে সে চলে আসে তাঁর কাকুর কাছে। মাত্র তেরো বছর বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয় তাঁর। কিন্তু তাঁর সেই বিবাহিত জীবন একেবারেই সুখের হয়নি তাঁর। এরপর ১৯১২সালে ডাক্তারি পড়তে অনুসূয়া সারাভাই চলে আসেন ইংল্যান্ডে। ১৯২০সালে তিনি টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশনের সূচনা করেছিলেন। যেটি সবথেকে পুরোনো বস্ত্রকর্মীদের ইউনিয়ন।
- Advertisement -