বানারহাট: বৃ্হস্পতিবার শিলিগুড়ির জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah) বলেছিলেন, গোর্খাদের জন্য কেউ যদি উন্নয়ন করতে চায় সেটা ভারতীয় জনতা পার্টি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করলেন ওয়েস্ট বেঙ্গল তরাই ডুয়ার্স শিলিগুড়ি ডেভলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ডের ভাইস চেয়ারম্যান সন্দীপ ছেত্রী (Sandeep Chhatri)। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনেন এই গোর্খা নেতা। তাঁর দাবি, গোর্খাদের উন্নয়ন যদি কেউ করতে পারেন, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
শুক্রবার বানারহাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দীপ ছেত্রী জানান, ২০০৯ সালে গোর্খাদের সমর্থন নিয়ে পাহাড়ে লোকসভা ভোটের আসন জিতেছিল বিজেপি। সেইসময় গোর্খাদের উন্নয়ন নিয়ে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল। গোর্খা নেতার দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র গোর্খাদের নিয়ে চিন্তা করেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কালচারাল বোর্ডের সদস্য নারায়ণ বিশ্বকর্মা, গণেশ বাহাদুর প্রধান প্রমুখ।
আরও পড়ুন: ডুয়ার্সের পর্যটনের জোয়ার আনতে দুই বাংলার যৌথ উদ্যোগ