কলকাতা: সম্প্রতি রাজ্যে আছড়ে পড়েছে সুপার সাইক্লোন আমপান। সেই ক্ষতি সামাল দেওয়ার মাঝে করোনার বাড়বাড়ন্তে চিন্তিত রাজ্য সরকার ও শাসকদল। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট থেকে পরিযায়ী শ্রমিকরা ফিরতেই যেভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে উদ্বিগ্ন নবান্ন।
উদ্বেগ আরও বেড়েছে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা নিয়ে জেলায় জেলায় আইন শৃঙ্খলার অবনতি হওয়ায়।ইতিমধ্যেই এরকম কয়েকটি ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা রুখতে স্থানীয়দের সহযোগীতা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
রাজ্য তৃণমূল সূত্রের খবর, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী পরিস্থিতির মোকাবিলায় দলের কয়েকজন শীর্ষ স্থানীয় নেতার সঙ্গে কথা বলেছেন। পরামর্শ নেওয়া হয়েছে প্রশান্ত কিশোরের।
পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা নিয়ে কোথাও কোনও সমস্যা হলে প্রশাসনের পাশে দাঁড়াতে হবে দলীয় নেতাকর্মীদের। পরিস্থিতির মোকাবিলায় সহযোগিতা করতে হবে। এড়াতে হবে অপ্রীতিকর ঘটনা। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবরকম চেষ্টা করতে হবে। দলীয় নেতাকর্মীদের এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর।