ডিজিটাল ডেস্ক: আজকের দিনে চাকরির বাজারেও স্বাস্থ্য এমন একটি ক্ষেত্র,যেখানে চাকরি আছে কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর সত্যিকারের অভাব শুধুমাত্র চিকিৎসক বা নার্সদের ক্ষেত্রেই নয়, স্বাস্থ্যক্ষেত্রের (health sector) সঙ্গে জড়িয়ে থাকা আরও বেশকিছু ক্ষেত্রেও যোগ্য কর্মীদের যথেষ্ট চাহিদা রয়েছে। তেমনই দুটি ক্ষেত্র হল স্যানিটারি ইনস্পেকটর ও ল্যাবোরেটরি টেকনোলজি।কেন্দ্রীয় সরকার স্বীকৃত স্যানিটারি ইনস্পেকটরের ডিপ্লোমা কোর্সে ভরতি নিচ্ছে কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর হেলথট্রেনিং। কোর্সের মেয়াদ ১ বছর। উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা কম্পিউটারে বেসিক ট্রেনিং থাকলে আবেদন করতে পারেন। কোর্স শেষে রেল, পুরসভা, হাসপাতাল-সহ স্বাস্থ্য পরিসেবার নানা ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে।এছাড়া এখানে মেডিকেল ল্যাবোরেটরি টেকনোলজির ডিপ্লোমা কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে। ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক।কোর্স শেষে সরকার, বেসরকারি হাসপাতাল, ল্যবোরেটরিতে কাজ পাওয়া যায় যোগাযোগ : আইআইএইচটি, ২২৬ বি বি গাঙ্গুলি স্ট্রিট, কলকাতা-১২, ফোন-৮০১৭০৪০২৬২/ ৯৮৩৬৩৯৬৭৩৪, ৭২৭৮৮৭৯২০২ ওয়েবসাইট http://www.iiht.biz