‘সততা’র ব্র্যান্ডিং করেই রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল৷ তাতে কালির প্রলেপ পরেছে অনেক আগেই। এবার সরকারিভাবে যোগ্যদের চাকরি চুরির দায় স্বীকার করলো স্কুল সার্ভিস কমিশন। এতদিন যোগ্যদের তালিকা প্রকাশ করে চাকরি দিত সরকার। এখন তারা অযোগ্যদের তালিকা প্রকাশ করছে। নজিরবিহীন দুর্নীতির পরও কিসের স্বার্থে প্রকাশ্যে অযোগ্যদের চাকরি বাঁচাতে চাইছে সরকার? তা নিয়েই আজকের ময়নাতদন্ত।
দশে দশ | 02.02.2023 |
উত্তরবঙ্গ-রাজ্য-দেশ। বাছাই করা দশ খবর, এক ঝলকে
Read more