মুম্বই: মহানাটকের যবনিকা পতন হয়েছে। মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে (Eknath Shinde)। এবার তাঁকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। বিধানসভায় একনাথ শিন্ডেকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। সেই কারণে শনিবার ও রবিবার মহারাষ্ট্র বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনে শিন্ডেকে শপথবাক্য পাঠ করান মহারাষ্ট্রের রাজ্যপাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শার অনুরোধ ফেলতে না পেরে শেষ পর্যন্ত উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। এদিন বিকেল পর্যন্ত ঠিক ছিল, ফড়নবিশই মুখ্যমন্ত্রী হচ্ছেন। কিন্তু শেষ মুহূর্তে তা বদলে যায়। পরে জানানো হয়, মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন শিন্ডে। এদিকে, মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা করায় একনাথ শিন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফড়নবিশ এবং অন্য বিজেপি নেতাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘তাঁরা আমাকে মুখ্যমন্ত্রী করেছেন। এটা তাঁদের মহানুভবতা।’ অন্যদিকে, টুইট করে নয়া মুখ্যমন্ত্রী শিন্ডেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুনঃ মহানাটকের যবনিকা পতন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ একনাথ শিন্ডের