জলপাইগুড়ি: ৩ ফেব্রুয়ারি জলপাইগুড়ি (Jalpaiguri) সফরে আসছেন রাজ্যের রাজ্যপাল ড: সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। প্রথমে শহরতলীর অসম মোড়ে মিশনারিজ অফ চ্যারিটিতে সকাল ১১টায় যাবেন। তারপর ক্লাব রোডে স্টেট ব্যাংকের প্রধান শাখায় আসবেন। সেখানে অনুষ্ঠান শেষ করে জলপাইগুড়ি সার্কিট হাউসে যাওয়ার কর্মসূচি রয়েছে।
১৯৭৭ সালে জলপাইগুড়ি ক্লাব রোডে স্টেট ব্যাংকের প্রধান শাখায় প্রবেশনারি অফিসার হিসেবে বেশ কয়েকমাস চাকরি করেছিলেন বর্তমান রাজ্যপাল। সেই বছরই কেরল ব্যাচ থেকে আইএএস পরীক্ষা পাশ করেই প্রথম প্রবেশনারি অফিসার হিসেবে কলকাতা ও জলপাইগুড়িতে স্টেট ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন।
জলপাইগুড়ি স্টেট ব্যাংক সূত্রে জানা গিয়েছে, স্টেট ব্যাংকের বর্তমানে যে নতুন বিল্ডিং রয়েছে তা ১৯৭৭ সালে ছিল না। নতুন বিল্ডিং-র পাশেই ইংরেজ আমলের পুরোনো ব্যাংকের ভবন এখনও রয়েছে। পুরোনো ব্যাংক ভবনের উপরেই রয়েছে ম্যানেজারের বাংলো। বুধবার স্টেট ব্যাংকের ডেপুটি ম্যানেজার বীরেন্দ্র সিং, জলপাইগুড়ি প্রধান শাখার চিফ ম্যানেজার দীপক কুমার সিং সহ আরও অনেকেই ব্যাংকের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন। পুরোনো ব্যাংক ভবন, ম্যানেজার বাংলো, নতুন ব্যাংক বিল্ডিং সবকিছু রং করার কাজ শেষ। বাংলোর সামনে গার্ডেনের আগাছা সাফাই করে পরিষ্কার করা হয়েছে। পুরোনো ভবনের সামনে ফাঁকা সিমেন্ট বাঁধাই জায়গায় রং করা হয়েছে। বাংলো সাফাই করে কাঠের পুরোনো আসবাব বের করে সাফাই করে রাখা হচ্ছে।
ব্যাংকের প্রবেশ পথ থেকে সীমানা প্রাচীর সবকিছুই রং করা হয়েছে। এদিকে মিশনারিজ অফ চ্যারিটিতে ব্যস্ততা তুঙ্গে। ব্যাংকে কর্মরত অবস্থায় রাজ্যপালের মিশনারিজ অফ চ্যারিটিতে যাতায়াত করা ছাড়া অন্য কোনও লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক পুরোনো সেইসময়কার কর্মীদের অনেকেই বেঁচে নেই। তবু ব্যাংক খোঁজখবর নিচ্ছে পুরানো কর্মীদের সন্ধানে।
স্টেট ব্যাংকের ডেপুটি ম্যানেজার বীরেন্দ্র সিং জানান, রাজ্যপালের সফরসূচিকে কেন্দ্র করে সবরকমের প্রস্তুতি করে রাখা হচ্ছে ব্যাংকের তরফে। জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান, রাজ্যপাল আসছেন জেলা সফরে ২ তারিখ। ৩ তারিখ জলপাইগুড়ি শহরে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন।
জলপাইগুড়ি শহরে আসার আগেরদিন অর্থাৎ ২ তারিখ জেলার ফুলবাড়িতে আন্তজার্তিক চেকপোস্ট পরিদর্শন করবেন। এদিকে জেলা প্রশাসনের কাছে রাজ্যপালের সফরসূচির খবরের সত্যতা স্বীকার করা হলেও ব্যাংকে আসার কর্মসূচি এখনও অফিসিয়ালি জানানো হয়নি বলে ব্যাংক সূত্রে জানানো হয়েছে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : কেক কেটে পালিত হল জয়ী সেতুর জন্মদিন, পালন করল মেখলিগঞ্জ যুব তৃণমূল