ডিজিটাল ডেস্ক : বাংলা পেয়েছে নতুন রাজ্যপাল। আজকে রাজ্যপাল পদে শপথ নিয়েছেন সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের শপথ গ্রহণ ছিল ঘটনাবহুল। শুধুমাত্র বসার আসন পছন্দ না হওয়ার জন্য আজকে রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে অবশ্য তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করে সৌজন্য বিনিময় করে এসেছেন। পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী শাসকদলের সন্ত্রাস প্রসঙ্গে নতুন রাজ্যপালকে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন। আবার নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস আগেই জানিয়েছেন, তিনি রাজ্য সরকারের সঙ্গে মিলেমিশে কাজ করবেন, কোন সংঘাতে যাবেন না।
প্রসঙ্গত, আজকের শপথ গ্রহণের পর প্রোটোকল মেনে সি ভি আনন্দ বোস এবার স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট করতে চলেছেন। আর সে কারণেই তিনি আগামীকাল দিল্লি যেতে চলেছেন বলে খবর। জানা যাচ্ছে, এই দিল্লি সফরের সি ভি আনন্দ বোস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করতে পারেন। কার্যত চার দিনের দিল্লি সফরে যাচ্ছেন বাংলার নয়া রাজ্যপাল। কার্যত দিল্লি থেকে ফিরে আসার পর রাজ্য সরকারের সঙ্গে নয়া রাজ্যপালের সম্পর্ক কোনদিকে মোড় নেয়, সেদিকে অবশ্যই থাকবে নজর।