আসানসোল: পথ দুর্ঘটনায় মৃত্যু হল গ্রাম পঞ্চায়েত কর্মীর। মঙ্গলবার সকালে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানীগঞ্জে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পঞ্চায়েত কর্মীর নাম বিকাশকুমার দে(৪৫)। তিনি আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরের নবঘন্টির বাসিন্দা। এদিন সকালে তিনি নবঘন্টি থেকে নিজের স্কুটিতে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এরপর রানিগঞ্জ থানার বাঁশড়া মোড় সংলগ্ন ২ নম্বর জাতীয় সড়ক ধরে ওভারব্রিজ হয়ে বাঁশড়া মোড়ের কাছে আসতেই তাঁর স্কুটি রাস্তার ধারে থাকা ধুলোতে স্কিট করে। তাতে টাল সামলাতে না পেরে তিনি স্কুটি থেকে পড়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে পঞ্চায়েত কর্মীর দেহ ময়নাতদন্ত হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ Asansol Municipal Corporation | আসানসোল পুরনিগমের কমিশনারের দায়িত্ব নিলেন রাহুল মজুমদার