বালুরঘাট: রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ (Balurghat) এলাকায়। টানা ২ দিন ধরে দিদিমার মৃতদেহ আগলে রাখল বিশেষ ভাবে সক্ষম নাতনি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ময়মনসিং কলোনি এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দা সন্ধ্যারানি ঝা (৭২) গত মঙ্গলবার বাড়িতেই মারা যান। তারপর থেকে তার নাতনি মৃতদেহ আগলে রেখেছিল বলে খবর। অবশেষে গতকাল বৃ্হস্পতিবার মহিলার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠায় কুমারগঞ্জ থানার পুলিশ। এদিন ময়নাতদন্তের পর বালুরঘাট খিদিরপুর শ্মশানে বৃদ্ধার শেষকৃত্য সম্পন্ন হয়। পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন ওই যুবতীর আপাতত দু’বেলা খাবারের ব্যবস্থা করেছে কুমারগঞ্জ থানার পুলিশ। ওই বাড়িতে দুজন সিভিক ভলান্টিয়ারও মোতায়েন করা হয়েছে। এছাড়াও ওই বাড়িটি জীবানুমুক্ত করার ব্যাবস্থাও করা হয়।
জানা গিয়েছে, বৃদ্ধা সন্ধ্যা রানি ঝাঁর স্বামী অনেকদিন আগেই মারা গিয়েছেন। এক মেয়ে ও তার স্বামীও অনেক গত হয়েছেন। এক ছেলে থাকলেও তার কোন খোঁজ নেই। বৃদ্ধার নাতনি রানি চৌধুরী মানসিকভাবে অসুস্থ। তাকে নিয়েই কোন রকমে বাস করতেন তিনি। বয়সের কারণে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, বৃ্হস্পতিবার বাড়ি থেকে দুর্গন্ধ পান প্রতিবেশীরা। সন্দেহ হওয়ায় তাঁরা সকলে এসে বিষয়টি দেখে চমকে যান। তারপরই পুলিশে খবর দেন। ওই বৃদ্ধার নাতনি মৃতদেহের সঙ্গেই দিন কাটায়। এমনকি দু’দিন ধরেই অভুক্ত অবস্থায় ছিল সে। বিষয়টি নজরে আসার পরে ওই মানসিকভাবে অসুস্থ নাবালিকাকে খাওয়ানোর ব্যবস্থা করেন প্রতিবেশীরা। যদিও বর্তমানে পুলিশ তার দেখভাল করছে। কিন্তু ওই নাবালিকার কীভাবে চলবে তাই এখন প্রতিবেশীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: BALURGHAT | বাংলাদেশে পাচারের আগে বাজেয়াপ্ত মাদকদ্রব্য, গ্রেপ্তার ৬