ডিজিটাল ডেস্কঃ দীর্ঘদিন ধরে শিয়ালদা থেকে মেট্রো পরিষেবা দেওয়ার কাজ চলছে। বহুদিন ধরেই সাধারণ যাত্রীদের প্রশ্ন, কবে থেকে শুরু হবে শিয়ালদা থেকে মেট্রো? শেষ পর্যন্ত শিয়ালদা থেকে মেট্রো চলাচলে গ্রীনন সিগন্যাল পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে, আগামী মাসেই হয়তো ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। বর্তমানে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার পথে মেট্রো চলছে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে, তাতে যাত্রী বিশেষ হচ্ছে না। কিন্তু মনে করা হচ্ছে যদি শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো শুরু হয়ে যায়, তাহলে যাত্রীসংখ্যা অনেকটাই বেড়ে যাবে। গত মাসেই মেট্রোর অগ্নি সুরক্ষা সংক্রান্ত ছাড়পত্র পাওয়া গিয়েছে। আপাতত অপেক্ষা কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্রের। এই ছাড়পত্র পাওয়ার সাথে সাথেই ইতিহাস তৈরি করবে মেট্রো। প্রথমবার শিয়ালদা থেকে মেট্রো ছুটবে। পাশাপাশি শিয়ালদা থেকে মেট্রো চলাচল শুরু হয়ে গেলে খুব স্বাভাবিকভাবেই কলকাতার মাটিতে যাত্রীভার অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ বিক্ষোভ থামাতে মন্ত্রীদের সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ মমতার