ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(narendra modi) আগেই বার্তা দিয়েছিলেন আত্মনির্ভর ভারতের। প্রধানমন্ত্রীর বক্তব্যে গুরুত্ব দিয়ে নজির তৈরি করল ভারত। জানা গিয়েছে, বাণিজ্য ক্ষেত্রে ৪০ হাজার কোটি ডলার পণ্য রপ্তানি করার লক্ষ্যমাত্রা ছিল ভারতের(india), যা কার্যত ছুঁয়ে ফেলেছে ভারত। আর এ খবর জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। ২০২১-২২ অর্থবর্ষে পণ্য রপ্তানীর(Export) নতুন লক্ষ্যমাত্রা স্থির করা হয়। প্রধানমন্ত্রী জানান, অর্থবর্ষ পূরণের ন দিন বাকি থাকতেই ৪০ হাজার কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্য পূরণ হয়েছে ভারতের। এই সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের আমজনতাকে অভিনন্দন জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আগামী ২০২২-২৩ অর্থবর্ষে ৫০ হাজার কোটি ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রা স্থির করেছে ভারত। স্বাভাবিকভাবেই রপ্তানির লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলা ওর্থনোইতিক দিক থেকে ভারতের মুকুটে নতুন পালক বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ ভারত এবং চীন আবার কাছাকাছি