শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের বারামুলায় মদের দোকানে গ্রেনেড হামলা চালাল জঙ্গিরা। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ জন। মৃতের নাম রঞ্জিৎ সিং। তিনি ওই দোকানেরই কর্মী ছিলেন। আহতরাও ওই দোকানেই কাজ করতেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ওই দোকানের ভিতরে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। ঘটনায় দোকানের চার কর্মী আহত হন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে মৃত্যু হয় রঞ্জিতের। পুলিশ জানিয়েছে, ঘটনার পরই ঘিরে ফেলা হয়েছে এলাকা। জঙ্গিদের খোঁজ চলছে। এদিকে, হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেসিডেন্স ফ্রন্ট’ নামে একটি জঙ্গি গোষ্ঠী। এই হামলার তীব্র নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহা। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ১৯৯৩-এর মুম্বই বিস্ফোরণে অভিযুক্ত চারজন পুলিশের জালে