উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীত পড়তেই শুরু করছে বিয়ের মরশুম। বিয়ের মরশুমে সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে নব্য বর-কনের ছবিতে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ছবি ভাইরাল হয়েছে তা একেবারেই অন্যরকম।
কাজ পাগল পাত্র। বিয়ে করতে বসেও মুখ গুঁজেছেন ল্যাপটপে। একদিকে পুরোহিত পাত্রকে আশীর্বাদ করছেন আর অন্যদিকে ল্যাপটপ খুলে কাজে মন দিয়েছেন পাত্র। এই আশ্চর্যের ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ছবি দেখে শোরগোল পড়ে গিয়েছে নেট মাধ্যমে। অনেকেই রসিকতা করে লিখেছেন ,’ওয়ার্ক ফ্রম হোমের সাইট এফেক্ট’। কোভিড মহামারীর পর অনেকেই বাড়িতে বসে কাজ সেরেছেন কিন্তু বিয়ের মণ্ডপে বসে কাজ সারছেন বর এ একেবারেই নতুন ঘটনা।
আরও পড়ুন: Jagdeep Dhankhar | উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এলেন কলকাতায়, পুজো দিলেন কালীঘাটে