উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বর মানসিকভারসাম্যহীন! ছাদনাতলায় বসেই বিয়ে বাতিল করে দিলেন কনে। এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ফারুখাবাদে। এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল বাতবিতণ্ডা বাধে। পরে পুলিশের হস্তক্ষেপে খালি হাতেই ফিরে যায় পাত্রপক্ষ।
বিয়ের আগে ঘুনাক্ষরেও কনেপক্ষ টের পায়নি পাত্র মানসিক ভারসাম্যহীন। বিয়ের পিঁড়িতে বসার পর পাত্রের আচরণ দেখে পুরোহিতের সন্দেহ হয়। এরপরই বিষয়টি তিনি জানান কনের বাবাকে। এরপর বর আদৌও মানসিক ভারসাম্যহীন কিনা তা জানতে বরকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন কনের পরিবার। এর জন্য তাঁরা বরকে ১০ টাকার ৩০টি নোট গুনতে দেন। কিন্তু, বর নোট গুনতে ব্যর্থ হওয়ায় হতবাক হয়ে যান কনের পরিবার। এরপরে বিয়ের মঞ্চ থেকে উঠে পড়েন কনে। তিনি আর বিয়ে করতে রাজি হননি।
কনের ভাই মোহিত জানান, ‘একজন নিকটাত্মীয়ের কথায় বিয়ে ঠিক হয়। তাই পাত্রের খোঁজ খবর নেওয়া হয়নি। তবে বিয়ের অনুষ্ঠানে পুরোহিত বরের আচরণ দেখে সন্দেহ করেন এবং আমাদের বিষয়টি জানান। সেই কারণে বর স্বাভাবিক কিনা তা জানার জন্য আমরা তাঁকে একটি সহজ পরীক্ষা করেছিলাম। তাতে বরের মানসিকভারসাম্যহীনতার বিষয়টি স্পষ্ট হয়। সে কারণে বোন এই বিয়ে করতে রাজি হয়নি।
এদিকে, বিয়ে করতে অস্বীকার করতেই দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় তুমুল তর্কাতর্কি। কনে বিয়েতে নারাজ অপরদিকে পাত্রপক্ষও নাছোরবান্দা। পরিস্থিতি সামাল দিতে তলব করা হয় পুলিশকে। শেষমেশ পুলিশের হস্তক্ষেপে বিবাদের মিমাংসা হয়। খালি হাতেই মানসিক ভারসাম্যহীন পাত্রকে নিয়ে ফিরে যান পাত্রপক্ষ।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : আঞ্চলিক ভাষায় অনূদিত হবে সুপ্রিম কোর্টের রায়, চন্দ্রচূড়ের প্রশংসায় মোদি