সামসী: বরযাত্রী বোঝাই বাসের সঙ্গে মালবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় জখম হয়েছেন তিনজন। গুরুতর জখম হয়েছে মালবাহী গাড়ির চালক ও খালাসিরা। তবে বরযাত্রীর বাকিরা অক্ষত রয়েছেন। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে চাঁচল-সামসি ৮১ নম্বর জাতীয় সড়কের ধারে পাহাড়পুরে।
জানা গিয়েছে, চাঁচল থেকে সামসীর দিকে বরযাত্রী বোঝাই গাড়িটি আসছিল। অন্যদিক থেকে আসা মালবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছোয় চাঁচল মহাকুমা ট্রাফিক ওসি চন্দন দে। তিনি জখমদের তড়িঘড়ি উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে চাঁচল থানার পুলিশ দুর্ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।