ফরাক্কা: ব্যাংকের ভল্ট থেকে ৭২ লক্ষ টাকা চুরি করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল সামশেরগঞ্জের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। সেই ঘটনার তদন্তে নেমে ব্যাংকের গ্রুপ ডি কর্মী মনোজ কুমার সিংহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন জঙ্গিপুর পুলিশ জেলার এসপি ড. ভোলানাথ পান্ডে। ইতিমধ্যেই পুলিশ ৭২ লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে বলেও জানিয়েছেন এসপি।
প্রসঙ্গত, গত ১০ মে মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ সামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর ঘোষপাড়ায় অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আগুন লাগে। পাশাপাশি ব্যাংকের ভল্ট থেকে উধাও হয়ে যায় ৭২ লক্ষ টাকা। তদন্ত করে জানা যায় আগুন ইচ্ছাকৃতভাবে লাগিয়ে দেওয়া হয়েছিলl কর্মীদের জিজ্ঞাসাবাদ করার সময় মনোজ কুমার সিংহ’র কথাবার্তায় কিছু অসংলগ্নতা ধরতে পারেন তদন্তকারীরা। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। ১২ দিন পর অভিযুক্ত ঘটনার কথা স্বীকার করে নেয়। তারপরেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন : চাকরি থেকে বরখাস্ত পরেশ কন্যা অঙ্কিতা