শিলিগুড়িঃ প্রজাতন্ত্র দিবসের আগে উত্তরবঙ্গে প্রতিটি ট্রেনে নজরদারী বাড়িয়েছে রেলপুলিশ। আর নজরদারী বাড়তেই ট্রেন থেকে নেশার সামগ্রী উদ্ধারের ঘটনা ঘটছে। সোমবার উত্তরবঙ্গের (North Bengal) বেশ কয়েকটি ট্রেন থেকে জি আর পির তৎপরতায় উদ্ধার হয় প্রচুর সংখ্যক বিলাতি মদ। জিআরপি সূত্রে জানা গেছে, ট্রেন থেকে উদ্ধার হয়েছে ১৩৪ বোতল মদ। নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে উদ্ধার হয়েছে ২৪ বোতল বিলাতি মদ, নিউ কোচবিহার স্টেশন থেকে ৬ বোতল এবং শিলিগুড়ি জংশন থেকে উদ্ধার হয় ৫০ বোতল মদ। ট্রেনের কামরায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে মদের বোতল গুলি। কেউ গ্রেপ্তার হয়নি। ট্রেনের ভিতরে এই ধরনের অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছেন এসআরপি শিলিগুড়ি।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।