উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘গু কাকু’, নামটা শুনেই অবাক লাগছে তো! শুক্রবার পোস্টার মুক্তি পাওয়ার পর থেকে একই পরিস্থিতি নেটিজেনদের। ‘গু কাকু’ The Potty Uncle, মণীশ বসু পরিচালিত একটি ছবির নাম। ছবির এই অদ্ভুত নাম দেখেই হইহই পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। তবে এটি একটি সোশ্যাল স্যাটায়ার। বেশ তাবড় তাবড় অভিনেতাদের নিয়ে তৈরি হচ্ছে এই ছবিটি।
পরিচালক মণীশ বসু শুধুমাত্র ছবির নামে তাক লাগিয়েছেন তা নয়। এই ছবির জন্য অভিনেতা বাছাইয়ের ক্ষেত্রে কোনও কার্পণ্য করেননি। জানা গিয়েছে, ছবিতে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম, টলিউডের ঋত্বিক চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তারকা।
ছবি প্রসঙ্গে জানা গিয়েছে, নব্বইয়ের দশকের একটি মফস্বলে থাকা একজন প্রান্তিক মানুষকে নিয়ে এই ছবির প্লট। যিনি সমাজে অবহেলিত। তিনি কীভাবে অন্যান্য মানুষের জীবনকে প্রভাবিত করবেন। শেষমেশ ফিরে আসবেন হ্যামলিনের বাঁশিওয়ালা হয়ে। সে গল্পই থাকবে এই ‘গু কাকু’ ছবিতে।