ডিজিটাল ডেস্ক: ২০২২ এর শেষের দিকে গুজরাট (Gujarat) এবং হিমাচল প্রদেশের (Himachal Pradesh) বিধানসভা নির্বাচন হবার কথা আগেই শোনা গিয়েছে। তবে সেক্ষেত্রে এখনো পর্যন্ত কোন নির্দিষ্ট দিন ঠিক হয়নি নির্বাচনের। তবে জানা যাচ্ছে, নির্বাচন কমিশনের তরফে আজকের মধ্যেই গুজরাট এবং হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করার সম্ভাবনা।
প্রসঙ্গত, গুজরাট বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ এবং হিমাচল প্রদেশের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর ৮ই জানুয়ারি। সে ক্ষেত্রে দুই রাজ্যেই ভোটের প্রয়োজন এসে পড়েছে। দুই রাজ্যেই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক প্রচার। দুই রাজ্যেই একের পর এক জনসমাবেশ হয়ে চলেছে এবং সেখানে দেখা যাচ্ছে জাতীয় রাজনীতির একাধিক নেতাদের। একদিকে যেমন বিজেপি প্রচার শুরু করে দিয়েছে, অন্যদিকে ময়দানে নেমেছে আম আদমি পার্টিও।
আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে এই দুই রাজ্যে প্রায়ই দেখা যাচ্ছে প্রচারের উদ্দেশ্যে। বিজেপিও পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে জেপি নাড্ডাসহ বিজেপির অন্যান্য হেভিওয়েট নেতারা দুই রাজ্যে শুরু করে দিয়েছেন যাতায়াত। সূত্রের খবর, আজ বিকেল তিনটে নাগাদ নির্বাচন কমিশন একটি বৈঠকে বসতে চলেছে। খুব সম্ভবত সেই বৈঠকেই ঠিক হবে গুজরাত এবং হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। স্বাভাবিকভাবেই গুজরাট এবং হিমাচলের নির্বাচন এই মুহূর্তে আম আদমি পার্টির কাছে যেমন বড় চ্যালেঞ্জ, সেরকমই গেরুয়া শিবিরের কাছে ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে অ্যাসিড টেস্ট।