বালুরঘাট: ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো রোগ বহনকারী মশাকে নাশ করতে এবার বালুরঘাটের (Balurghat) বিভিন্ন ওয়ার্ডগুলির ড্রেনে ছাড়া হল গাপ্পি মাছ। বৃহস্পতিবার বালুরঘাট পুরসভার তরফে চেয়ারম্যান অশোক মিত্র, চেয়ারম্যান ইন কাউন্সিলার বিপুল কান্তি ঘোষ সহ পুরসভার অন্যান্য কাউন্সিলার ও আধিকারিকরা শহরের বিভিন্ন ওয়ার্ডের ড্রেন, খালবিলে গাপ্পি মাছ ছাড়েন। মশাবাহিত ডেঙ্গি, ম্যালেরিয়া রোগের প্রতিবছরই প্রকোপ দেখা যায়। তাই পুরসভার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয় বলে জানা গিয়েছে। এদিন পুরসভার পক্ষ থেকে মশা নিবারণে গাপ্পি মাছের ভূমিকা তুলে ধরা হয়। পুরসভার ২৫টি ওয়ার্ডেই গাপ্পি মাছ ছাড়া হয়।
আরও পড়ুন : স্কুলে পর্যাপ্ত শৌচালয় নির্মাণ সহ বিভিন্ন দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ