উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বছর শেষে সুখবর দিলেন ‘সোনাদা’। গুপ্তধন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি আসতে চলেছে আগামী বছর। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবি ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। ফের রহস্যে জড়িয়ে পড়তে চলেছে সোনাদা, আবির ও ঝিনুক। ছবির নামেই স্পষ্ট ভরপুর রহস্য ও ইতিহাসে মোড়া হতে চলেছে এই ছবি।
‘গুপ্তধনের সন্ধানে’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ এই দুটি ছবির পর যথারীতি এই ছবিতেও মূল চরিত্রে রয়েছে আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী ও ইশা সাহা। পরিচালকের কথায়, আপাতত ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে। বাংলার ইতিহাস ও রহস্যের সংমিশ্রণ হতে চলেছে এই ছবি। গল্পের মূল চরিত্র ইতিহাসের অধ্যাপক সুবর্ণ সেন তথা সোনাদা জড়িয়ে পড়বে রহস্যের জালে। স্বভাবতই তাঁর সঙ্গ দেবে আবির ও ঝিনুক। ছবিটি ২০২২-এ রিলিজ করার পরিকল্পনা করছেন নির্মাতারা।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial