গুরুগ্রাম: বহুতলের ছাদ ভেঙে মৃত্যু হল দুই ব্যক্তির। আহত হয়েছেন বেশ কয়েকজন। ধ্বংসস্তূপে আটকে রয়েছেন অনেকে। ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ১০৯-এর একটি আবাসনে। জানা গিয়েছে, ওই বহুতল আবাসনের সাত তলার একটি বাড়ি সারানোর কাজ চলছিল। বৃহস্পতিবার রাতে ড্রয়িং রুমের ছাদ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে হুড়মুড় করে সাত তলার গোটা ছাদটাই ধসে পড়ে। দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনিক কর্তা ও কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছেন।
আরও পড়ুন : কেন্দ্রীয় বাজেটকে ফাঁকা আওয়াজ বলে কটাক্ষ অধীরের