হবিবপুর, ১৭ মার্চঃ হবিবপুর রাইস মিল হাট সংলগ্ন অবৈধ মাদক কারবারিদের ডেরায় হানা পুলিশের। উদ্ধার কয়েক কেজি গাঁজা সহ লক্ষাধিক টাকা। সোমবার রাতে হবিবপুর থানার পুলিশ এই অভিযান চালায়। তবে তার আগেই সেখান থেকে পালিয়ে যায় অবৈধ কারবারিরা।
হবিবপুর থানার আইসি পূর্ণেন্দু মুখোপাধ্যায় জানিয়েছেন, ডেরায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে তিন কেজি গাঁজা এবং ৩০টি কল্কে। এছাড়াও নগদ ১ লক্ষ ৩৩ হাজার ৪৬৯ টাকা উদ্ধার হয়েছে। এই কারবারে জড়িতদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।