কলকাতা: মঙ্গলবার দুপুরে হলদিয়ার ইন্ডিয়ান অয়েল তৈল শোধনাগারের একটি ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় ৫০ জনেরও বেশি আগুনে ঝলসে গিয়েছেন। অগ্নিদগ্ধদের ৩০টিরও বেশি অ্যাম্বুল্যান্সে চাপিয়ে গ্রিন করিডর করে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখমদের অনেকে শারীরিক অবস্থা শংকাজনক বলেই জানা গিয়েছে প্রাথমিকভাবে। স্থানীয় সূত্রে খবর, দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে হিমসিম খায়। তবে রাতে ইন্ডিয়ান অয়েল সূত্রে জানা গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ইন্ডিয়ান অয়েল সূত্রে খবর, হলদিয়া তৈল শোধনাগারের গুরুত্বপূর্ণ ইউনিটগুলি বন্ধ রেখে সেখানে রক্ষণাবেক্ষণের কাজ চালানো হচ্ছে। সেই কাজ চলাকালীন এদিন দুপুর ২টা বেজে ৫০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ইউনিটে ওয়েলডিং চলাকালীন আগুনের ফুলকি ছিটকে অতিদাহ্য ন্যাপথার সংস্পর্শে আসে। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। ৪৪ জন ঝলসে গিয়েছেন। ঘটনায় তদন্ত শুরু হয়েছে।