হলদিবাড়ি, ৩০ অক্টোবরঃ কালীপুজো উপলক্ষ্যে হলদিবাড়ির দাসপাড়া জনকল্যাণ যৌথ সংঘের ব্যবস্থাপনায় এলাকার দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হল। বুধবার রাতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার ২০০ জন দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র এবং কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর বড়ো হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ইয়াসিন আলি, তৃণমূলের অঞ্চল সভাপতি আকবর আলি, স্থানীয় পঞ্চায়েত প্রধান সৌগত রায়, প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিবু দাস ও মুন্না সিং প্রমুখ। অন্যদিকে, এদিন হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের মিলন সংঘ ক্লাবের উদ্যোগে স্থানীয় ২৩ জন দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।