হলদিবাড়ি: দীর্ঘ প্রতীক্ষার পর জমির পাট্টা পেলেন হলদিবাড়ির(Haldibari) ১১ নম্বর ওয়ার্ডের ইন্দিরা কলোনির বাসিন্দারা। বৃহস্পতিবার তাঁদের হাতে পাট্টা তুলে দেন হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান শংকর কুমার দাস, ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস ও ওয়ার্ড কাউন্সিলার দুলাল বিশ্বাস। এদিন ৩২ জনের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয়। এর আগে দুই দফায় আরও ৮০ জনকে পাট্টা দেওয়া হয়েছিল। এদিন পাট্টা পেয়ে উছ্বসিত বাসিন্দারা।
অবশেষে দাবি পূরণ, হলদিবাড়ি থেকে চালু দার্জিলিং মেল
রবিবার হলদিবাড়ি-জলপাইগুড়ির বাসিন্দাদের স্বাধীনতা দিবসের 'উপহার' দিল ভারতীয় রেল। এদিন থেকে হলদিবাড়ি-শিয়ালদা রুটে চালু হল দার্জিলিং মেল।
Read more