হরষিত সিংহ, মালদা : প্রধানমন্ত্রীর হাত থেকে দেশের সেরা মহিলা ভুট্টাচাষির মানপত্র পেয়ে ভীষণ খুশি মালদার ইংরেজবাজার ব্লকের নরহাট্টা পঞ্চায়েতের লক্ষ্মীঘাট গ্রামের বাসিন্দা হালিমা বিবি। গত ২ জানুয়ারি কর্ণাটকের তুমকুরে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে কৃষি কর্মণ পুরস্কার প্রদান করা হয়। দেশের বিভিন্ন প্রান্তের সেরা কৃষকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাজ্য সরকারের তরফে আগেই ভুট্টা চাষের জন্য মহিলা কৃষক হিসাবে নাম মনোনীত করা হয়েছিল মালদার হালিমা বিবির। কয়েক মাস আগে কেন্দ্রীয় সরকারের তরফে সেরা মহিলা ভুট্টাচাষি হিসাবে হালিমা বিবির নাম ঘোষণা করা হয়। অবশেষে গত ২ জানুয়ারি প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেয়ে আপ্লুত তিনি। শুধু হালিমা বিবিই নন, তাঁর সাফল্যে পরিবার সহ গোটা গ্রামে খুশির আবহ। শনিবার সকালে বাড়ি ফিরে আসেন হালিমা বিবি। তারপর থেকেই বাড়িতে ভিড় জমাতে থাকেন প্রতিবেশীরা। প্রধানমন্ত্রীর হাত থেকে পাওয়া মানপত্র প্রতিবেশীদের দেখান তিনি। তবে বাড়ি ফিরে বসে নেই দেশের সেরা মহিলা ভুট্টাচাষি। বেলা বাড়তেই তিনি ভুট্টা গাছের পরিচর্চা করতে মাঠে চলে যান। ভুট্টা গাছে এখন সার দেওয়ার সময় হয়েছে। তাই সময় নষ্ট না করে সার নিয়ে পৌঁছে যান জমিতে।
হালিমা বিবি বলেন, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পাব, এটা বিশ্বাস করতে পারছিলাম না। একজন মহিলা ভুট্টাচাষি হিসাবে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেয়ে মনে হচ্ছে, আমার স্বপ্নপূরণ হল। এই পুরস্কার পেয়ে ভুট্টা চাষে আমার আগ্রহ আরও বাড়ল। আমাদের গ্রামের অন্য চাষিরাও এখন বেশি করে ভুট্টা চাষে ঝুঁকছেন। বিনা কর্ষণ পদ্ধতিতে বীজ বপন ও জৈব সার প্রয়োগে ভুট্টা চাষ করে ২০১৭-১৮ আর্থিক বছরে মালদা জেলার সেরা মহিলা ভুট্টাচাষি হন হালিমা বিবি। ওই বছর ছয় বিঘা জমিতে ভুট্টা চাষ করেন তিনি। ব্লক স্তরে আতমা প্রকল্পের কর্তাদের কাছে বিনা কর্ষণ পদ্ধতিতে চাষের প্রশিক্ষণ নেন। ছয় বিঘা জমিতে ভুট্টা চাষ করে সফল হন। তারপর থেকে প্রতিবছর তিনি নিজের উদ্যোগে ছয় বিঘা জমিতে ভুট্টা চাষ করে আসছেন।
হালিমা বিবির জন্য গর্বিত জেলা ও ব্লক কৃষি দপ্তরের কর্তারাও। ইংরেজবাজার ব্লকের সহ-কৃষি অধিকর্তা সাইফুর রহমান বলেন, হালিমা বিবি আমাদের জেলার একজন সফল মহিলা ভুট্টাচাষি। তাঁর মাধ্যমে গোটা দেশে মালদার নাম উজ্জ্বল হয়েছে। আমরা চাই, আমাদের জেলায় এমন আরও হালিমা বিবি তৈরি হোক। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফে হালিমা বিবিকে মানপত্র সহ দুই লক্ষ টাকা অর্থিক সাহায্য করা হয়েছে। ভুট্টা চাষে দেশে এবার প্রথম হয়েছে পশ্চিমবঙ্গ। তাই কেন্দ্রীয় সরকারের তরফে এই রাজ্যে ভুট্টা চাষে আরও উন্নতির জন্য দুই কোটি টাকা দেওয়া হয়েছে।