পুণ্ডিবাড়ি: শনিবার সকালে দেওর ও বৌদির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুণ্ডিবাড়ি (Pundibari) থানার অন্তর্গত পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের ছাঁট সিঙ্গিমারী এলাকায়। জানা গিয়েছে, পাতলাখাওয়া বনাঞ্চল লাগোয়া একটি গাছ থেকে এদিন নরেশ বর্মন(৪৮) এবং সবিতা বর্মনের(৪৫) দেহ উদ্ধার হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে দুটি বিষের শিশি উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। পুণ্ডিবাড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন : পাচারের পথে লক্ষাধিক টাকার কাঠ বাজেয়াপ্ত