সামসী: শোবার ঘর থেকে উদ্ধার হল তরুণীর ঝুলন্ত দেহ। শুক্রবার চাঁচল (Chanchal) ২ ব্লকের গৌড়হন্ড জিপির সূতী গ্রাম থেকে দেহটি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, মৃত তরুণীর নাম পুনম সাহা (১৮)। সূতী গ্রামের বাসিন্দা ছিল সে। এদিন সকালে পুনমের নিজের শোবার ঘরে ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। এরপর চাঁচল থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদের কারণে আত্মঘাতী হয়েছে ওই তরুণী। তবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: Malda | ভাসুরের ছেলের সঙ্গে সম্পর্ক! ‘শাস্তি’ দিতে চুল কেটে নেওয়া হল মহিলার