বীরপাড়া: আলিপুরদুয়ারের বীরপাড়া(Birpara) থানার ডিমডিমা চা বাগানের তারাঞ্জু লাইনে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতার নাম মণীশা দোরজি (২২)। তাঁর স্বামী আজাদ দার্নাল বীরপাড়ায় একটি হোটেলের কর্মী। তিনি জানান, বুধবার রাত একটা নাগাদ খবর পেয়ে বাড়ি গিয়ে স্ত্রীকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান তিনি। বীরপাড়া থানার ওসি পালজার ছিরিং ভুটিয়া জানান, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে কোনও অভিযোগ জমা পড়েনি।
আরও পড়ুনঃ সার্ভে করতে আইসিডিএস ও আশাকর্মীদের সঙ্গে গ্রামে ঘুরছেন বিডিও