মালদা: বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। রবিবার মালদায় (Malda) ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম রাকিব মহালদার(৭০)। বাড়ি মালদা শহরের বিনয় সরকার রোড এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাকিববাবু প্রতিদিনই সাঁকো পাড়া এলাকায় রাত কাটাতেন। গতকালও খাওয়া দাওয়া করে সেখানে যান তিনি। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা লোহার গ্রিলের সঙ্গে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায় ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: Muharram Guidelines | মহরমে ডিজে ও অস্ত্র মিছিল বন্ধের নির্দেশ প্রশাসনের